বিনোদন ডেস্ক : ইউক্রেনে রাশিয়ান আগ্রসনের সময় ঘটে যাওয়া এক ঘটনা নিয়ে গান লিখছেন গীতিকবি কবীর সুমন। আজ সকালে নিজের ফেসবুকে গানটি পোস্ট করেন তিনি।
পুরো গানের লিরিকটি পোস্ট করে লেখেন, ‘আমার ছেলে অনির্বান সাধুর দাবিতে, ইউক্রেনের এক ঘটনার খবরের ভিত্তিতে লিখলাম। সুর দেবো, যাতে অনির্বাণ আর ইরফান হিন্দিতে রূপান্তর করতে পারেন।
ইনশাল্লাহ্!’
গানটি হলো
কেউ তোলে বন্দুক
কেউ দেয় ফুল
যাকে ফুল দেয় তার
ট্রিগারে আঙুল।
কেউ করে বেদখল
কেউ করে ঘর
ফাশিস্ট দখল করে
আমার শহর।
কেউ বলে হাত তোলো
কেউ ধরে হাত
দখল করে কি কারো
খুলেছে বরাত।
বরং ফুলের বীজ
মাটিতে ছড়াও
যুদ্ধ না হয় যেন
আর একটাও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।