আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের স্বাধীনতা দিবস ছিল বৃহস্পতিবার। এ দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার তিনি ফোন করে ইউক্রেনের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। খবর আনাদোলুর
ফোনে এ সময় বাইডেন রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষাকে সমর্থন করার জন্য তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনে বাইডেন ইউক্রেনের স্বাধীনতা দিবসে জেলেনস্কিকে অভিনন্দন জানান এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর আঠারো মাস স্মরণ করেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষায় যতক্ষণ সময় লাগে সমর্থন করার এবং রাশিয়াকে তার কর্মের জন্য দায়বদ্ধ রাখার জন্য মার্কিন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
স্বাধীনতা ও নিরাপদ ভবিষ্যতের জন্য লড়াইরত ইউক্রেনীয় জনগণের সাহসিকতা এবং আত্মত্যাগের জন্য বাইডেন প্রশংসাও করেছেন বলে বিবৃতিতে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন এবং প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের ফাইটার পাইলটদের প্রশিক্ষণ শুরু করার বিষয়ে আলোচনা করেছেন। ইউক্রেনের প্রতিরক্ষামূলক সক্ষমতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ শেষ করার পর ইউক্রেনে তাদের এফ-১৬ হস্তান্তর করার জন্য অন্যান্য দেশের জন্য দ্রুত অনুমোদনের আশ্বাসের বিষয়ে আলোচনা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।