আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক হামলার তিন সপ্তাহ পার হয়েছে। আর এই কয়দিনে দেশটিতে রুশ সেনারা কমপক্ষে এক হাজার ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
শুক্রবার (১৮ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএন-এর।
ওই কর্মকর্তা জানান, ইউক্রেনের পশ্চিমের লিভিভ বিমানবন্দরে যতগুলো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে তার সঠিক হিসাব রাখা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রগুলো ঠিক কোন জায়গা থেকে ছোড়া হয়েছে বা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাননি ওই কর্মকর্তা। তবে তার মতে, ইউক্রেনের আকাশপথের দখল নিয়ে এখনও লড়াই চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।