আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভের খুব কাছে পৌঁছে গেছে। যেকোনো সময় হামলা চালাতে পারে সেখানে। বিবিসি জানিয়েছে, রাজধানী কিয়েভের প্রায় ১৫-২০ মাইল দূরে অবস্থিত অ্যান্টোনভ বিমানঘাঁটি সকাল থেকেই রুশ সৈন্যদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে রাশিয়ান প্যারাট্রুপারদের নিয়ন্ত্রণের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। এদিকে, ইউক্রেনে রাশিয়ার অভিযানের ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান অগ্রহণযোগ্য এবং আমরা এটি প্রত্যাখ্যান করি। এই হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটি আমাদের অঞ্চল এবং বিশ্বের নিরাপত্তাকে গুরুতর হুমকির মুখে ফেলে দিয়েছে।’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
এসময় ইউক্রেনে অভিযান বন্ধে রাশিয়ার প্রতি আহ্বানও জানায় তুরস্ক। তুরস্ক জানিয়েছে, আমরা এই অন্যায় এবং বেআইনি কাজ যত দ্রুত সম্ভব বন্ধে রাশিয়ার প্রতি আহ্বান জানাই। উল্লেখ্য, রাশিয়ার অন্যতম মিত্র তুরস্ক ন্যাটোরও সদস্য। রাশিয়ার কাছ থেকে এস-৪০০ মিসাইল ব্যবস্থা কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন চলছে তুরস্কের। তারপরও চলমান দ্বন্দ্বে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে আঙ্কারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।