আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন থেকে প্রায় সব প্রবাসী ইরানিকে সরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি বলেছেন, কিছু ইরানি নাগরিক নিজেদের ইচ্ছায় ইউক্রেনের বিভিন্ন শহরে থেকে গেছেন। খবর পার্সটুডে’র।
খাতিবজাদে বুধবার রাতে এক টেলিভিশন টকশোতে অংশ নিয়ে আরো বলেন, ইউক্রেন থেকে ইরানি নাগরিকদের বের করে আনার প্রথম ও দ্বিতীয় ধাপ প্রায় শেষ। তবে বর্তমানে দেশটির বিভিন্ন শহরে কিছু ইরানি ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং তারা স্বেচ্ছায় সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এখন পর্যন্ত পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’সহ সীমান্তবর্তী এলাকাগুলোতে অন্তত ৬০০ ইরানি নাগরিকের সাময়িক অবস্থান করার ব্যবস্থা করা হয়েছে। পার্শ্ববর্তী দেশ রোমানিয়ায়ও কয়েকশ’ ইরানি শিক্ষার্থী আশ্রয় নিয়েছেন।রোমানিয়া ও পোল্যান্ড থেকে এসব ইরানি নাগরিককে দেশে ফিরিয়ে আনার জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।
পোল্যান্ড থেকে ইরানি শিক্ষার্থীদের প্রথম দলটি গত মঙ্গলবার বিশেষ বিমানে করে তেহরানের ইমাম খোমানী (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামীকাল শুক্রবার আরেকটি ফ্লাইট পোল্যান্ড যাবে বলে খাতিবজাদে জানান।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলের কর্মকর্তারা দ্বিপক্ষীয় সহযোগিতার আওতায় সম্প্রতি রাশিয়ার কাছে সামরিক সহযোগিতা চাইলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন।ওই অভিযান বর্তমানে চলমান রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।