আন্তর্জাতিক ডেস্ক : কিয়েভ ও মস্কোর মধ্যে সংঘাত বন্ধে শান্তিপূর্ণ সমাধান চাইলে পশ্চিমা শক্তিধর দেশগুলোর উচিত ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করা। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নিয়ে এমন মন্তব্য করলে রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ এবং ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। রবিবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আরটি।
সপ্তাহান্তে সাংবাদিক ব্রুনো ভেসপাকে তিনি বলেন, কোনও সামরিক সহায়তায় না দেওয়ার প্রেক্ষিতে মস্কোর সঙ্গে কিয়েভের আলোচনা হতে পারে।
সাক্ষাৎকারে বারলুসকোনি মনে করেন, ইউক্রেন অস্ত্র এবং সাহায্যের ওপর নির্ভর করতে পারবে না, এ বিষয়টি উপলব্ধি করতে পারলে মস্কোর সঙ্গে যেকোনও ধরনের চুক্তিতে যেতে পারবে জেলেনস্কি।
এর আগে সেপ্টেম্বরে ইউক্রেনে যুদ্ধে জড়াতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঠেলে দেওয়া হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। কিয়েভে একটি নতুন সরকার বসাতেই তাকে যুদ্ধে নামানো হয় বলে দাবি করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।