ইউটিউবের আয় দিয়ে বিনামূল্যে অসহায়দের জন্য খাবারের আয়োজন
জুমবাংলা ডেস্ক: ইউটিউবের আয় দিয়ে অসহায়দের মুখে খাবার তুলে দিচ্ছেন উল্লাপাড়ার ইউটিউবার রফিকুল ইসলাম মানিক। প্রায় দুই বছর ধরে প্রতি সপ্তাহে উল্লাপাড়া এবং আশপাশের কয়েক উপজেলার মানুষের জন্য বিনামূল্যে খাবারের আয়োজন করছেন তিনি।
রফিকুল ইসলাম মানিকের কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেলের আয়ে প্রতি সপ্তাহে চলছে এ আয়োজন। প্রতি শুক্রবার উল্লাপাড়া পশ্চিমপাড়া গ্রামে তার নিজ বাড়িতে খাবার খেতে আসেন দেড় থেকে দুই হাজার অসহায় ছিন্নমূল মানুষ।
খাবারের পাশাপাশি আগত অসহায়দের দেয়া হয় আর্থিক সহায়তা। বয়স্কদের জন্য হাতের লাঠি, হুইলচেয়ার, সেলাই মেশিন, টিউবওয়েল, টয়লেট, থাকার ঘরসহ নগদ টাকা দিয়ে সাহায্য করেন এই ইউটিউবার। সপ্তাহে একদিন এখানে তৃপ্তি সহকারে একবেলা খেতে পেয়ে উচ্ছাস প্রকাশ করেন অনেকে।
তার এ খবব ছড়িয়ে পড়ায় বিভিন্ন জেলা থেকে দেখতে আসছেন অসংখ্য নারী-পুরুষ। ইতিমধ্যে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে তার এ কাজ। সপ্তাহের শুক্রবারে উল্লাপাড়া পশ্চিম পাড়া মানিকের বাড়িতে অসহায়দের উৎসব। মানিকের বাড়িতে খেতে আসা প্রতিবন্ধী জমিলা খাতুন নামে এক বৃদ্ধা বলেন, আমরা ভালো মন্দ খেতে পাই না। শুক্রবারের আশায় থাকি যে সপ্তাহে একদিন মানিক বাবাজির বাড়িতে পেট ভরে ভালো মন্দ খাবো।
আরেক বৃদ্ধ রশিদ বলেন, আমি প্রতিবন্ধী হাটতে পারি না। গত শুক্রবারে এসে এখানে নাম লিখে গিয়েছিলাম আজকে আমাকে খাবারের পরে হুইল চেয়ার দিয়েছে।
এছাড়াও কয়েকজন অসহায় বিধবা সেলাই মেশিন পেয়ে আনন্দে আত্মহারা। ইউটিউবে মানিকের এসব প্রতিবেদন দেখে যশোর থেকে সরেজমিনে এই কর্মকাণ্ড দেখতে এসেছিলেন রুবেল নামে এক যুবক।
তিনি বলেন, আমি অভিভুত এমন কর্মকাণ্ড দেখে। এটা সত্যি অভাবনীয়। প্রত্যেক জেলায় এমন মানিকের জন্ম হোক। সরকারী আকবর আলী কলেজের প্রফেসর শামিম হাসান বলেন আমাদের সকালের মানিকের পাশে দাড়ানো দরকার।
আয়োজক ইউটিউবার রফিকুল ইসলাম (র.ই মানিক) বলেন, ছোট বেলায় ভাতের কষ্ট করেছি। তখনই সংকল্প করেছি যদি সামর্থ হয় তাহলে আমি অসহাশিদের আহার করাবো। আমি ইউটিউবের আয় থেকে দীর্ঘদিন ধরে মানুষকে যতœ সহকারে খাওয়াচ্ছি। আস্তে আস্তে বেশী লোকের সমাগম হচ্ছে। যতদিন জীবিত আছি এ কাজ চালিয়ে যাবো।
পেঁয়াজু বিক্রি কেরে কোটিপতি গাজীপুরের মাসুদ, দিনে আয় ৭৫ হাজার টাকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।