ইউটিউবে ভিডিও দেখার সময় অন্য অ্যাপ বা ব্রাউজার চালু করলে স্মার্টফোনের পর্দার এক কোনায় স্বয়ংক্রিয়ভাবে মিনি প্লেয়ার চালু হয়। ফলে ভিডিও দেখার পাশাপাশি অন্য কাজ সহজেই করা যায়। আর তাই ব্যবহারকারীদের বর্তমানের তুলনায় কাজের পাশাপাশি স্বচ্ছন্দে ভিডিও দেখার সুযোগ দিতে নতুন মিনি প্লেয়ার চালু করেছে ইউটিউব। নতুন এ মিনি প্লেয়ারের আকার ছোট-বড় করার পাশাপাশি অবস্থানও সহজে পরিবর্তন করা যাবে। এর ফলে ফোনের পর্দায় কাজের ধরন বুঝে প্লেয়ারটির মাধ্যমে স্বচ্ছন্দে ভিডিও দেখার সুযোগ মিলবে।
ইউটিউবের তথ্যমতে, নতুন মিনি প্লেয়ারটির মাধ্যমে ভিডিও চলার গতিও পরিবর্তন করা যাবে। অর্থাৎ ব্যবহারকারীরা যেকোনো ভিডিওর গতি কম বা বেশি করতে পারবেন। এর পাশাপাশি মিনি প্লেয়ারটিতে ১০ সেকেন্ড করে ভিডিও রিউইন্ড বা ফরওয়ার্ড করার সুযোগ পাওয়া যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই ভিডিওর উল্লেখযোগ্য দৃশ্যগুলো স্বচ্ছন্দে দেখতে পারবেন।
মিনি প্লেয়ারের সেটিংস থেকে স্লিপ টাইমারও চালু করা যাবে। এ সুবিধা কাজে লাগিয়ে ১০, ১৫, ২০, ৩০, ৪৫ ও ৬০ মিনিট থেকে ভিডিওর শেষ পর্যন্ত স্লিপ টাইমার নির্ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা। এর ফলে ব্যবহারকারীদের নির্ধারিত সময় শেষে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ইউটিউব।
নতুন মিনি প্লেয়ারের পাশাপাশি বন্ধুদের সঙ্গে যৌথভাবে ভিডিও প্লেলিস্ট বা পছন্দের ভিডিওর তালিকা তৈরির সুযোগও চালু করেছে ইউটিউব। কলাবরেটিভ প্লেলিস্ট নামের এ সুবিধা কাজে লাগিয়ে লিংকের মাধ্যমে বন্ধুদের সঙ্গে যৌথভাবে প্লেলিস্ট তৈরি করা যাবে। ব্যবহারকারীদের নামের পাশে ব্যাজ যুক্তের সুবিধাও চালু করেছে ইউটিউব। এ সুবিধা চালুর ফলে বিভিন্ন শিল্পীদের গাওয়া গানের শীর্ষ শ্রোতাদের নামের পাশে বিশেষ ব্যাজ দেখা যাবে ইউটিউবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এসব সুবিধা ব্যবহার করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।