বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব সারাবিশ্বে অত্যন্ত জনপ্রিয়। তবে সম্প্রতি টিকটকের ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় গ্রাহক হারিয়েছে ইউটিউবসহ অন্যান্য সাইটগুলো। তাইতো নিজেকে ঢেলে সাজিয়েছে প্ল্যাটফর্মটি। গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখেই একের পর এক ফিচার যুক্ত করছে তারা।
এবার ইউটিউবের লাইভ স্ট্রিমিংয়ে নতুন ফিচার যুক্ত করছে প্ল্যাটফর্মটি। এবার থেকে কোনো চ্যানেল লাইভ স্ট্রিম করার সময় চ্যানেলের প্রোফাইল পিকচারের পাশে একটি ইন্ডিকেটর সার্কেল প্রদর্শিত হবে।
নতুন ফিচারটির মাধ্যমে কোনো চ্যানেল যখন লাইভ স্ট্রিমিং করবে, তখন চ্যানেলের আইকনে একটি রিং দেখানো হবে যার নিচে “Live” শব্দটি লেখা থাকবে। এই রিং ক্লিক করে সরাসরি চলমান লাইভে প্রবেশ করা যাবে।
অনেকের কাছেই হয়তো এই ফিচারটি পরিচিত মনে হচ্ছে। হতেই পারে, কারণ এরইমধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টিকটকে এই ফিচারটি চালু হয়েছে। ফিচারটি বেশ জনপ্রিয়তাও পেয়েছে অল্প দিনে।
মূলত ইউটিউব ব্রাউজ করার সময় লাইভ কনটেন্ট খুঁজে পাওয়ার বিষয়টি সহজ করতেই নতুন ফিচার যুক্ত হয়েছে ইউটিউবে। এরই মধ্যে ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও ফেসবুকের মতো স্টোরিস ফিচারও যুক্ত হয়েছে ইউটিউবে।
এছাড়াও কিছুদিন আগেই টিকটকের শর্ট ভিডিওর মতো ইউটিউব শর্টস নিয়ে এসেছে প্ল্যাটফর্মটি। মূলত এসব কিছুই ব্যবহারকারী ধরে রাখার চেষ্টা। সূত্র: লাইভমিন্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।