আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের ১৮ জন কূটনীতিককে বহিস্কার করেছে রাশিয়ার প্রশাসন।
এক বিবৃতিতে রাশিয়া জানিয়েছে, বহিস্কার করা কূটনীতিকদের অনতিবিলম্বে রাশিয়া ছাড়তে হবে।
শুক্রবার এমন সিদ্ধান্তের কথা জানায় ভ্লাদিমির পুতিনের প্রশাসন।
এদিকে রাশিয়ার এমন সিদ্ধান্তের পর তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারা জানিয়েছে, এটি অবিবেচক সিদ্ধান্ত। এমন সিদ্ধান্তের কারণে রাশিয়া বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন হয়ে যাবে।
ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র পিটার স্টানো বিবৃতিতে বলেন, ১৮ জন কূটনীতিককে বহিস্কার করার রাশিয়ার অবিবেচক, ভিত্তিহীন সিদ্ধান্তের প্রতিবাদ জানায় ইউরোপীয় ইউনিয়ন।
তিনি আরও বলেন, এটি পরিস্কারভাবে রাশিয়ার প্রতিশোধমূলক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত রাশিয়াকে বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন করে দেবে।
তিনি বিবৃতিতে আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন অব্যহতভাবে রাশিয়াকে ইউক্রেনে চালানো তার আগ্রাসন বন্ধ করতে ও আন্তর্জাতিক আইনে ফিরে আসার জন্য এবং সহযোগিতামূলক আন্তর্জাতিক সম্পর্কে ধাবিত হওয়ার জন্য কঠোরভাবে আহ্বান জানিয়ে যাবে।
সূত্র: সিএনএন, বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।