আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের অর্থনীতি পুনর্গঠনে ট্রিলিয়ন ইউরোর তহবিল গঠনের প্রস্তুতি নেয়া হয়েছে। আরটি এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
করোনাভাইরাসের পর মন্দা কাটিয়ে উঠতে ইউরোপের ২৭টি দেশের অর্থনীতি গতিশীল করতে এ তহবিলের পরিমান হচ্ছে ১.১ ট্রিলিয়ন ইউরো। এক ভিডিও কনফারেন্সে ইউরোপের নেতারা বলেন যে সব খাত ক্ষতিগ্রস্ত হয়েছে তা পুনর্গঠনে এ তহবিল যথেষ্ঠ।
ইউরোপিয় কমিশনকে এর আগে ইইউ নেতারা জরুরি ভিত্তিতে সংস্কার প্রস্তাব আনতে বলেন এবং এখন তা চলমান বাজেটে সংশোধিত আকারে যুক্ত করা হবে। এতে বাজেটের আকার ১.২ থেকে ২ শতাংশ বৃদ্ধি পাবে।
ইউরোপিয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইয়েন আশ্বাস দিয়ে বলেছেন, মন্দা কাটিয়ে উঠতে বিলিয়ন নয় ট্রিলিয়ন ইউরোর সংস্কার ও পুনর্গঠন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
প্রথম ধাপেই ইউরোপের দেশগুলোর অর্থমন্ত্রীদের মাধ্যমে ৫’শ বিলিয়ন ইউরোর বরাদ্দ দেয়া হচ্ছে।
বেতন ভর্তুকি হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ১’শ বিলিয়ন ইউরো। যা লেঅফ মোকাবেলায় কাজে লাগবে। এছাড়া সহজ শর্তে ঋণের ব্যবস্থাও রাখা হয়েছে। ইইউ’এর কৌশলগত পরামর্শক কিট জাক্স একথা বলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।