আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের জ্বালানি সংকটে রাশিয়াকে দোষ দেওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জন্য ইউরোপীয় ইউনিয়ন দায়ী বলে বক্তব্য তার।
বুধবার রাশিয়ার জ্বালানি সপ্তাহ-২০২২ এ প্রধান আলোচকের বক্তব্যে পুতিন এসব কথা বলেন। খবর সিএনএনের।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, এ বছর ইউরোপের বিদ্যুৎ এবং গ্যাস বিল তিন গুনের বেশি। সাধারণ ইউরোপীয়ানরা ভুগছে। মধ্যযুগের মতো ইউরোপের জনগণ শীতের জন্য কাঠ জমা করছে। এতে রাশিয়ার কী করার আছে?
পুতিন বলেন, নিজেদের ভুলের জন্য তারা (ইউরোপীয় ইউনিয়ন) অন্যকে দোষারোপ করার চেষ্টা করছে। কিন্তু এটা ( গ্যাস সংকট) ইউক্রেনে অভিযানের ফল নয়। রাশিয়ার সঙ্গে জ্বালানি ইস্যুতে সহযোগিতার ক্ষেত্রে পুতিন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ‘দুর্বল সিদ্ধান্তের’ সমালোচনা করেন। তিনি নর্ড স্ট্রিম-২ দিয়ে গ্যাস নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ইউরোপীয় দেশগুলোতে রাশিয়া প্রধান তেল-গ্যাস রপ্তানিকারক দেশ। কিন্তু ইউক্রেনে হামলার পর রাশিয়ার গ্যাস নিতে সতর্ক অবস্থান ইইউ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।