আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, শুক্রবার ভোরের দিকে রুশ বাহিনী জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে ব্যাপক গোলাবর্ষণ শুরু করে। খবর রয়টার্সের।
ইউক্রেইন কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রাশিয়ার বাহিনী শুক্রবার ভোরের দিকে ইউক্রেইনের দক্ষিণ পূর্বাঞ্চলের এনারহোদার শহরে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলের জন্য আক্রমণ করার পর একটি জেনারেটিং ইউনিটে গোলা এসে পড়ে এবং একটি অংশ আগুন ধরে যায়।
পরে ওই কেন্দ্রের রিঅ্যাক্টরগুলো নিরাপদে বন্ধ করে দিয়ে বিপুল আকারের কনটেইনমেন্ট পরিকাঠামোর মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হয় বলে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী জেনিফার গ্র্যানহোম জানান।
এক টুইটে তিনি বলেন, জাপোরিঝিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ইউক্রেইনের জ্বালানি মন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। সেখানে তেজস্ত্রিয়ার মাত্রা বাড়ার কোনো লক্ষণ দেখা যায়নি।
জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) এক টুইটে জানায়, জাপোরিঝিয়ার জরুরি নিয়ন্ত্রণ ব্যবস্থা আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি।
প্ল্যান্টেরও বড় ধরনের ক্ষতি হয়নি জানিয়ে ওই কেন্দ্রের মুখপাত্র আন্দ্রেই তুজ সিএনএনকে বলেছেন, তাদের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।