রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ, তেল সরবরাহ ও ন্যাটোকে কেন্দ্র করে কড়া অবস্থান ঘোষণা করেছেন। তিনি সতর্ক করেছেন, তেলের সরবরাহ বন্ধ হলে বিশ্ববাজারে দাম ১০০ ডলার ছাড়াতে পারে।
পুতিন বৃহস্পতিবার সোচিতে পররাষ্ট্রনীতি বিষয়ক এক ফোরামে বলেন, ইউরোপ ক্রমাগত সামরিকীকরণের পথে এগোচ্ছে এবং এর জবাবে রাশিয়া ‘গুরুত্বপূর্ণ ও কঠোর’ পদক্ষেপ নেবে। তিনি ন্যাটো সম্পর্কে বলেন, ইউরোপের সামরিক জোর প্রদর্শন ও রাশিয়ার বিরুদ্ধে প্রচারণা ‘অর্থহীন হিস্টেরিয়া’। তার মতে, সব ন্যাটো দেশই এখন রাশিয়ার সঙ্গে যুদ্ধের মেজাজে।
তিনি বলেন, “ন্যাটো যদি সত্যিই বিশ্বাস করে যে রাশিয়া হামলা করবে, তাহলে তারা অযোগ্য, আর যদি না বিশ্বাস করে, তাহলে তারা অসৎ।” পুতিন ইউরোপের সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, রাশিয়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে দ্রুত প্রতিক্রিয়া দেবে।
বিশেষ করে জার্মানির সেনা শক্তির প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়া কখনো দুর্বলতা দেখাবে না এবং যা ঘটছে তা উপেক্ষা করা সম্ভব নয়। তিনি আরও যোগ করেন, ইউরোপ সীমান্তে ড্রোন ও আকাশসীমা লঙ্ঘনের ঘটনার মাধ্যমে ‘হিস্টেরিয়া’ তৈরি করছে, যা সামরিক ব্যয় বাড়ানোর সুযোগ দেয়।
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ২০২২ সালের আক্রমণের পর থেকে রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক তলানিতে নেমে গেছে। পুতিন এই পরিস্থিতিতে বলেন, “শান্ত হোন, রাশিয়া কোনো হুমকি নয়।”
তথ্যসূত্র : আল-জাজিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।