আন্তর্জাতিক ডেস্ক : চীন নিজস্ব সরবরাহ নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের ক্রেতাদের কাছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি বিক্রি বন্ধ করে দিয়েছে।
ব্লুমবার্গের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
আসন্ন শীত মৌসুমে নিজস্ব সরবরাহ নিশ্চিত করার জন্য দেশটি তার রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস আমদানিকারকদের ইউরোপ ও এশিয়ার বাজারে এলএনজি বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে।
নাম না প্রকাশ করার শর্তে একটি সূত্র ব্লুমবার্গকে জানিয়েছে, চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনাকারী ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন শীত মৌসুমে দেশের অভ্যন্তরে এলএনজি সরবরাহ নিশ্চিত করতে কার্গোগুলো রেখে দেয়ার জন্য পেট্রোচায়না কোম্পানি, সিনোপেক ও সিএনওসি লিমিটেডকে নির্দেশ দিয়েছে। যদিও চীন থেকে কেনা এলএনজি দিয়ে ইউরোপীয় ক্রেতারা তাদের ইনভেন্টরিগুলো দ্রুত পূর্ণ করছিল। এতে তারা কিছুটা হলেও স্বস্তিতে ছিল। তবে রেকর্ড জাহাজ ভাড়ার কারণে জ্বালানিটির শিপিং আবেদন কমেছে।
এ বিষয়ে জানতে ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনকে ব্লুমবার্গের পক্ষ থেকে ফ্যাক্স করা হলেও কমিশন কোনো সাড়া দেয়নি। একই সঙ্গে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলোও ব্লুমবার্গের অনুরোধে কোনো মন্তব্য করেনি।
মূলত ছোটখাটো গ্যাস সরবরাহ ঘাটতির পূর্বাভাসে বেইজিং এ পদক্ষেপ নিয়েছে।
সাম্প্রতিক মাসগুলোয় চীনের স্থানীয় বাজারে এলএনজির চাহিদা কমে গেছে। এতে বেইজিং বিশ্ববাজারে তাদের উদ্বৃত জ্বালানি পুনরায় বিক্রি করে দিচ্ছে। দেশটির প্রধান ক্রেতা হচ্ছে ইউরোপ, জাপান ও দক্ষিণ কোরিয়া। যেহেতু রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ ৪০ থেকে কমে ৯ শতাংশে নেমেছে, এতে নিজেদের গ্যাসের চাহিদা মেটাতে বেশি দাম দিয়ে হলেও চীন থেকে গ্যাস আমদানি করতে বাধ্য হচ্ছে ইউরোপ। বছর ব্যবধানে যা ৬০ শতাংশ বেড়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবেন আইনপ্রণেতারা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।