
আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ করেই করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়ল যুক্তরাজ্যে। তাতে এক লাফে ইউরোপের দেশগুলোর মৃত্যুর তালিকায় পঞ্চমস্থান থেকে দ্বিতীয়স্থানে উঠে এসেছে দেশটি। তাতে করোনা ঠেকাতে প্রধানমন্ত্রী বরিস জনসনের নেওয়া পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
করোনা নিয়ে পাবলিক হেলথ ইংল্যান্ডের বুধবার সবশেষ তথ্যানুযায়ী প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৬,০৯৭ জন। যা গত মঙ্গলবার থেকে ৪,৪১৯ জন বেশি! খবর-বিবিসি।
সবশেষ হিসেবে অবশ্য বলা হয়েছে, করোনায় মৃত্যুর গণনাতে এই প্রথম হাসপাতালের বাইরের মৃত্যুগুলো ধরা হয়েছে। এতদিন কেবল হাসপাতাল ও কেয়ারহোমগুলোতে মৃত্যুর সংখ্যাই গণনায় নেওয়া হচ্ছিল।

ইউরোপের দেশগুলোতে করোনায় মৃত্যুতে মঙ্গলবার পর্যন্ত পঞ্চমস্থানে ছিল যুক্তরাজ্য। সেখান থেকে তাদের অবস্থান এখন দ্বিতীয়। আর দ্বিতীয়স্থানে থেকে স্পেনের অবস্থান এখন তৃতীয়, ২৪,২৭৫ জন। ২৪ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে চতুর্থস্থানে আছে ফ্রান্স।
মৃত্যুতে ইউরোপের দেশগুলোর মধ্যে শীর্ষে ইতালি, ২৭ হাজার ৬০০ ছাড়িয়েছে। সাড়ে ৭ হাজার মৃত্যু নিয়ে পঞ্চমস্থানে বেলজিয়াম।
আক্রান্তের তালিকায় ইউরোপের দেশগুলোর মধে শীর্ষে স্পেন, ২ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে।
দুই লাখ ৩ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে দ্বিতীয়স্থানে ইতালি। ফ্রান্স আছে তৃতীয়স্থানে ১ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে। অল্প কয়জন আক্রান্ত নিয়ে চতুর্থস্থানে যুক্তরাজ্য। এক লাখ ৬১ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে পঞ্চমস্থানে জার্মানি।
বিশ্বে একক দেশ হিসেবে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ছাড়িয়েছে ৬০ হাজার!
বিশ্বে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ছুঁই ছুঁই, মৃত্যু ২ লাখ ২৭ হাজার ছাড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



