স্পোর্টস ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল ও ২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মানির দেখা হয়ে যাচ্ছে গ্রুপপর্বেই। আগামী বছর ইউরো ২০২০ এর একই গ্রুপে থাকছে এই তিন দল। আর এই ‘এফ’ গ্রুপকেই আসন্ন ইউরো মঞ্চে গ্রুপ অফ ডেথও বলা হচ্ছে।
ফ্রান্স, পর্তুগাল এবং জার্মানির সঙ্গী প্লে-অফ ‘এ’ তে থাকা (আইসল্যান্ড/ রোমানিয়া/ বুলগেরিয়া/ হাঙ্গেরি) এই চার দলের মধ্যে জয়ী একটি দল হবে।
হাঙ্গেরির রাজধানী বুখারেস্টে ৩০ নভেম্বর রাতে অনুষ্ঠিত হয় ইউরো ২০২০ গ্রুপ পর্বের ড্র। ২৪ টি দল ভাগ হয়েছে ছয় গ্রুপে। ২৪ দলের চারটি দল অবশ্য এখনও নির্ধারণ হয়নি। আগামী বছর মার্চে প্লে-অফের পর নিশ্চিত হয়ে যাবে সেই চারদলও। এক নজরে দেখে নেওয়া যাক কে কোন গ্রুপে আছে…
গ্রুপ এ : ইতালি, তুরস্ক, ওয়েলস, সুইজারল্যান্ড
গ্রুপ বি: বেলজিয়াম, রাশিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড
গ্রুপ সি: নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া, প্লে-অফ জয়ী ‘ডি’
গ্রুপ ডি: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, প্লে-অফ জয়ী ‘সি’
গ্রুপ ই: স্পেন, পোল্যান্ড, সুইডেন, প্লে অফ জয়ী ‘বি’
গ্রুপ এফ: জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, প্লে-অফ জয়ী ‘এ’
আগামী বছর ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত ইউরোপের মোট ১২টি শহরে অনুষ্ঠিত হবে ইউরো ২০২০। এ কারণে এবার গ্রুপ পর্বের ড্রয়েও ভিন্নতা ছিল। স্বাগতিক দেশগুলোর স্থান আগে থেকেই নিশ্চিত হয়ে ছিল।
আয়োজক দেশগুলো হচ্ছে, আজারবাইজান, ইংল্যান্ড, জার্মানি, ডেনমার্ক, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্পেন, রাশিয়া। প্রতিটি দেশের একটি করে শহরে অনুষ্ঠিত হবে ইউরো। আয়োজক দেশ হিসেবে সরাসরি বাছাই করার সুযোগ পায়নি কোনো দেশই, বাছাইপর্ব খেলে মূল পর্ব নিশ্চিত করতে হচ্ছে দলগুলোকে।
১২ জুন রোমের স্টাডিও অলিম্পিকোতে ইতালি-তুরস্ক ম্যাচ দিয়ে শুরু হবে এবারের ইউরো। এর পর ১২ জুলাই লন্ডনের উইম্বলিতে হবে ফাইনাল ম্যাচ।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.