বিনোদন ডেস্ক : নুসরাত বারুচা বলিউডের অল্প কয়েকটি ছবিতে মুখ দেখিয়েছেন। এর মধ্যে ‘সোনু কে টিটু কে সুইটি’ দিয়ে আলোচনায় আসেন। ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসাও করে।
এ ছবিতে নুসরাত ‘ছোটে ছোটে পেগ মার’ শিরোনামের গানে পারফর্ম করেন। তার পরা লাল ‘ব্রালেট’ ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।
কিন্তু জীবনে প্রথমবার মেয়েকে ক্যামেরার সামনে স্বল্প পোশাকে দেখে কী বলেছিলেন নুসরাতের বাবা-মা? পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি প্রথমে বাবা-মাকে বলিইনি গানটির কথা। যখন গানটা মুক্তি পায়, তখনো তাদের দেখাইনি। চিন্তায় ছিলাম কী হবে প্রতিক্রিয়া!”
“প্রমোশন থেকে ফিরে দেখি বাবা-মা টিভিতে ওই গানটি শুনছে। বাবা স্লো মোশনে আমার দিকে এগিয়ে এলো। টিভির চ্যানেল মিউট করে আমার দিকে তাকিয়ে বলল, ‘ইজ দ্যাট এ ব্রা? তুই ব্রা পরেছিস?” আমি আস্তে করে বাবাকে বললাম, “না বাবা, এটা ব্রালেট।”
যদিও বাবা সে দিন কী বুঝেছিলেন তা নুসরাত নিজেও জানেন না। তবে এই নিয়ে আর কথা বাড়াননি তিনি। নুসরাতও আর যেচে ঝামেলা তৈরি করতে চাননি।
ব্রালেট ব্রা-এর মতোই একটি অন্তর্বাস। তবে তা ওজনে অনেকটাই হাল্কা এবং আরামদায়ক। ফ্যাশন দুনিয়ায় এ পোশাক ভীষণভাবে কাঁপাচ্ছে। সেলেব্রিটিদের ক্যাজুয়াল ওয়ারের তালিকায় তা এখন এক নম্বরে।
নুসরাতের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ড্রিমগার্ল’। বিপরীতে ছিলেন আয়ুষ্মান খুরানা। মুক্তির অপেক্ষায় আছে দুটি সিনেমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।