Advertisement
জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জ জেলা শহরে ইঞ্জিনচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃ’ত্যু হয়েছে।
নিহত গৃহবধূ আরিফা আক্তার (২৫) মানিকগঞ্জ পৌর এলাকার বড়সরুন্ডীর হারুন মিয়ার মেয়ে এবং শহরের জয়রা রোডের ভিলেজ লাইন পরিবহনের বাস চালক খোকন মিয়ার স্ত্রী।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে শহীদ স্মরণী সড়কে জেলা পরিষদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জ জেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. শহিদুর আজম বলেন, রাত পৌনে ৯টার দিকে আরিফা আক্তারকে মৃ’ত অবস্থায় হাসপাতালে আনা হয়। রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে সে মারা গেছে। তার গলায় কাটা দাগ আছে বলেও উল্লেখ করেন তিনি।
মানিকগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার হারেজ আলী জানান, ঘটনার পর রিকশাওয়ালা পালিয়েছে। তবে রিকশাটি আটক করা হয়েছে। লা’শ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।