স্পোর্টস ডেস্ক : কলকাতার ইডেন গার্ডেনে পিঙ্ক বল টেস্টে ভারতীয় পেসারদের আক্রমণে রীতিমতো দিশেহারা ব্যাটসম্যানরা। প্রথম দিনই চোট নিয়ে মাঠ ছাড়েন লিটন দাস ও নাঈম হাসান। তাদের আঘাত জনিত বদলি হিসেবে মাঠে নেমেছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। দলের অবস্থাটা এখন এমন হয়েছে যে আর কেউ চোটে পড়লে পানি টানার মতো দ্বাদশ ক্রিকেটারও মিলবে না। এদিকে এমন সিদ্ধান্তে যখন সমালোচনা শুরু, তখনই নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার ইডেন টেস্টের দ্বিতীয় দিনে হঠাৎ খবর রটে দেশ থেকে আসছেন ক্রিকেটার নাজমুল হাসান শান্ত। বলা হয় ইমার্জিং কাপের ফাইনাল শেষে মুমিনুলদের সঙ্গে যোগ দেবেন তিনি। কিন্তু আজ ২২ নভেম্বর শনিবার রাতে জানা গেল, শান্তকে কলকাতায় আনছে না বিসিবি। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার সাব্বির আহমেদ খান জানান, ‘নাজমুল হোসেন শান্ত দলের সঙ্গে যোগ দিচ্ছে না।’
এদিকে বলা হচ্ছিল ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল শেষে সন্ধ্যায়ই কলকাতার পথে দেশ ছাড়বেন শান্ত। কিন্তু হঠাৎই আবার সিদ্ধান্ত হয় তাকে উড়িয়ে আনা হবে না। কারণটাও অনেকটা পরিষ্কার। গোলাপি বলে দিবা-রাত্রির টেস্টে হারের দ্বারপ্রান্তে টাইগাররা। ইনিংস হার বাঁচাতে এখনো চাই ৮৯ রান। হাতে মাত্র উইকেট ৪টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


