ইতালির পূর্বাঞ্চলীয় ক্যালাব্রিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় নিহত বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে ২০ জনকে। প্রাদেশিক সরকারি কর্মকর্তা ম্যানুয়েলা কুরা বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তবে তাদের সংখ্যা কত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ইতালির সংবাদ সংস্থা এএনএসএ জানিয়েছে, এদিন ইতালির ক্রোটন প্রদেশের সমুদ্র তীরবর্তী স্টেকাতো ডি কুট্রোর রিসোর্টের আশপাশ থেকেই বেশিরভাগ মরদেহ উদ্ধার করা হয়। ডুবে যাওয়া নৌকাটি উপকূলের খুব কাছে রয়েছে।
এর আগে ইতালির সংবাদ সংস্থা অ্যাডনক্রোনোস জানিয়েছিল, নৌকাটিতে নারী ও শিশুসহ শতাধিক অভিবাসনপ্রত্যাশী ছিল। তাদের বেশিরভাগই ইরান, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক।
উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢুকে বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশী। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরের রুটটি দিয়ে ইউরোপে প্রবেশকালে ২০ হাজার ৩৩৩ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছে বা নিখোঁজ হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।