আন্তর্জাতিক ডেস্ক: ইতালির জনসংখ্যা পাঁচ কোটি ৯০ লাখের নিচে নেমে গেছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের তুলনায় দেশটিতে বৃদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত হারে বাড়ছে। জাতীয় পরিসংখ্যান সংস্থা ইস্তাট সোমবার এ তথ্য জানিয়েছে।
একটি সঙ্কুচিত ও বয়স্ক জনসংখ্যা ইতালির মতো স্থবির অর্থনীতির জন্য একটি প্রধান উদ্বেগ। কারণ বিষয়টি উৎপাদনশীলতা হ্রাস, কম উদ্ভাবন ও উচ্চতর কল্যাণ তহবিলের মতো অন্যান্য বিষয়ের সঙ্গে সম্পৃক্ত।
ইস্তাটের সভাপতি জিয়ানকার্লো ব্লাঙ্গিয়ার্দো রোমে একটি সংসদীয় শুনানিতে বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী ২০২২ সালের পহেলা জানুয়ারি পর্যন্ত (আবাসিক) জনসংখ্যা পাঁচ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৮৩ তে নেমে এসেছে।’
প্রখ্যাত জনসংখ্যা বিশেষজ্ঞ ব্লাঙ্গিয়ার্দো বলেছেন, জাতীয় জনসংখ্যা ২০১৪ সাল থেকে ক্রমাগতভাবে কমছে, এরপর থেকে ১৩ লাখ ৬০ হাজারেরও বেশি বাসিন্দার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের দেশের জনসংখ্যায় আয়ুষ্কালের উল্লেখযোগ্য বৃদ্ধি এবং জন্মহারের হ্রাস সমানভাবে চিহ্নিত হয়েছে, যার ফলে ইউরোপের বাকি অংশের তুলনায় বয়স্ক জনসংখ্যা দ্রুত বাড়ছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।