আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে ফোনে কথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তাদের ফোনালাপের পর ইতালি এক বিবৃতিতে জানান, তারা ইউক্রেনের পরিস্থিতি, খাদ্য সংকট এবং দরিদ্র দেশগুলোতে এর প্রভাব নিয়ে আলোচনা করেছেন। তবে এ ব্যাপারে রোমের তরফ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ওই ফোনালাপের ব্যাপারে ক্রেমলিনের তরফ থেকে বলা হয়েছে, পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা তুলে নিলেই রাশিয়া আন্তর্জাতিক খাদ্য সংকট সমাধানে উল্লেখযোগ্যভাবে অবদান রাখতে প্রস্তুত বলে পুতিন দ্রাঘিকে জানিয়েছেন।
ক্রেমলিন জানিয়েছে, মস্কো ইতালিতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত বলেও পুতিন দ্রাঘিকে বলেছেন।
এর আগে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুডেনকো সাংবাদিকদের বলেছিলেন, ইউক্রেনের সংঘা তের অবসানের জন্য একটি ইতালীয় শান্তি পরিকল্পনা প্রস্তাবের দিকে নজর রাখছে।
তবে ওই বিষয়টি নাকচ করে দিয়ে ইউক্রেনের জন্য ইতালীয় শান্তি পরিকল্পনা একটি ‘উদ্ভট কল্পনা’ ছাড়া আর কিছুই নয় বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।