পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ইতালির ক্রিকেট ফেডারেশন (এফসিআরআই) একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আন্তর্জাতিক ক্রিকেট সহযোগিতা ও ক্রীড়া কূটনীতিতে এটিকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের গণমাধ্যমও চুক্তিটিকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছে।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) রোমে পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুমাইর আহমদ সাইয়েদ এবং এফসিআরআই প্রেসিডেন্ট মারিয়া লোরেনা হাজ পাজ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় ইতালিতে পুরুষ ও নারী ক্রিকেটের কাঠামো, কারিগরি দক্ষতা এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করতে দুই পক্ষ যৌথভাবে কাজ করবে। সম্প্রতি ইতালি আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে উঠেছে—এ কারণে সহযোগিতাটিকে আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এমওইউ অনুযায়ী উল্লেখযোগ্য যে বিষয়গুলোতে সহযোগিতা হবে—কোচিং ও কারিগরি বিশেষজ্ঞ বিনিময়; যৌথ প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মসূচি (ক্যাম্প, কর্মশালা, সেমিনার, প্রস্তুতি ম্যাচ); বিভিন্ন স্তরে দ্বিপাক্ষিক টুর্নামেন্ট আয়োজন; অবকাঠামো উন্নয়ন ও বয়সভিত্তিক ক্রিকেট শক্তিশালীকরণ।
স্বাক্ষর অনুষ্ঠানে পিসিবির সিওও সুমাইর আহমদ সাইয়েদ বলেন, “বিশ্ব ক্রিকেটের বিস্তারে অবদান রাখতে পিসিবি প্রতিশ্রুতিবদ্ধ। এই সহযোগিতা পাকিস্তান ও ইতালির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।”
এফসিআরআই প্রেসিডেন্ট মারিয়া লোরেনা হাজ পাজ বলেন, “ইতালির ক্রিকেট উন্নয়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ এই চুক্তি। ক্রিকেটের পরিধি বাড়াতে ইতালি আরও কয়েকটি দেশের সঙ্গে সহযোগিতা চুক্তির প্রক্রিয়ায় রয়েছে।”
পিসিবি জানায়, এই অংশীদারত্ব দুই দেশের খেলোয়াড়, কোচ এবং ক্রিকেটপ্রেমীদের জন্য দীর্ঘমেয়াদে উপকার বয়ে আনবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



