বিনোদন ডেস্ক : নাট্য জগতের এই সময়ের অন্যতম পরিচিত মুখ সাবিলা নূর। বহু দর্শকপ্রিয় নাটককে তাকে দেখা গেছে। শিগগির তার অভিষেক হতে চলেছে চলচ্চিত্রেও। প্রথম ছবিতেই ইতিহাসের অংশ হতে চলেছেন এই অভিনেত্রী। কারণ, ছবিটি যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক!
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজানায় এবং বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এই ছবিতে সাবিলা নূর অভিনয় করবেন শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানার চরিত্রে। এটাকে সুযোগটাকে ক্যারিয়ারের অন্যতম মাইলফলম হিসেবে দেখছেন তিনি।