জুমবাংলা ডেস্ক: প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার। একনজরে দেখে নিন এই দিনে ইতিহাসে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যুদিন।
ঘটনাবলি
১৭৫৯ – লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম উদ্বোধন করা হয়।
১৭৮৪ – স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৮৩৯ – সেন্ট্রাল আমেরিকান ইউনিয়নের বিলুপ্তির পর এলসেলভাদর স্বাধীনতা লাভ করে।
১৮৭৩ – বাংলার দ্বিতীয় সাধারণ রঙ্গালয় ওরিয়েন্টাল থিয়েটার উদ্বোধন করা হয়।
১৮৭৮ – লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে নারীরা প্রথম ডিগ্রি লাভের সুযোগ পান।
১৯১২ – ইতালিয়রা সর্বপ্রথম বিমান থেকে প্রচারপত্র বিলি করে লিবিয়ার আকাশে।
১৯২২- সালের এই দিনে নেদারল্যান্ডের রাজধানী হেগে স্থায়ী আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়।
১৯৩৪ – বিহারে ভয়াবহ ভূমিকম্পে ২০ হাজার মানুষের মৃত্যু হয়।
১৯৬০ – নেপালের রাজা মহেন্দ্র সংবিধান বাতিল করে সরাসরি শাসন ক্ষমতা হাতে তুলে নেন।
১৯৭৮ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার পিপলস রিপাবলিক অব চীনকে স্বীকৃতি দেন এবং তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।
১৯৯৭ – ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে ‘হেবরন চুক্তি’ স্বাক্ষরিত হয়।
২০০১ – ওয়েবভিত্তিক, বহুভাষিক, মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া যাত্রা শুরু করে।
জন্ম
১৭৯১ – ফ্রানজ গ্রিল্পারযের, অস্ট্রিয়ান লেখক, কবি ও নাট্যকার।
১৭৯৫ – আলেকজান্ডার গ্রিবয়েডভ, রাশিয়ান নাট্যকার, সুরকার ও কবি।
১৮৩২ – গুস্তাভ আইফেল, আইফেল টাওয়ারের স্থপতি।
১৮৭২ – এরসেন কটসইয়েভ, রাশিয়ান লেখক।
১৯০৫ – নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, খ্যাতিমান বাঙালি সাহিত্যিক। বিশেষ করে শিশুসাহিত্যে তার জনপ্রিয়তা প্রশ্নাতীত।
১৯০৯ – কবি ও শিক্ষাবিদ কাজী কাদের নেওয়াজ।
১৯১৮ – মিসর প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের।
১৯২৯ – নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের কৃষাঙ্গ মার্টিন লুথার কিং।
১৯৩৮ – বাংলাদেশের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ফুটবলার ও ক্রিকেটার সুবিমল গোস্বামী।
১৯৬৮ – সৈয়দা রিজওয়ানা হাসান, আন্তর্জাতিক খেতাবপ্রাপ্ত বাংলাদেশি আইনজীবী ও পরিবেশকর্মী।
মৃত্যু
০০৬৯ – গালবা, রোমান সম্রাট।
১৯১৯ – রোসা লুক্সেমবুর্গ, জার্মান অর্থনীতিবিদ, তাত্ত্বিক ও দার্শনিক।
১৯৫৫ – ইয়ভেস টানগুয়, ফরাসি চিত্রশিল্পী।
১৯৮৮ – সেয়ান ম্যাকব্রিডে, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি-আইরিশ রাজনীতিবিদ।
১৯৯৮ – গুলজারিলাল নন্দা, ভারতীয় অর্থনীতিবিদ, রাজনীতিবিদ।
২০০৪ – বাংলাদেশের খুলনা জেলার প্রখ্যাত সাংবাদিক মানিক সাহা।
২০০৯ – দাদাসাহেব ফালকে পুরস্কারজয়ী বাঙালি চলচ্চিত্র পরিচালক তপন সিংহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।