
আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ার সীমান্তবর্তী অঞ্চলে পাঁচ দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। খবর ইউএস নিউজ’র।
Advertisement
খবরে বলা হয়েছে, ইথিওপিয়ার সোমালি ও আফতার সীমান্তবর্তী অঞ্চলে এ ঘটনা ঘটে।
আফতার অঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার আহমেদ হুমেদ জানান, গত শুক্রবারে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত ১০০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সোমালির আঞ্চলিক বাহিনীগুলো এ সহিংসতার জন্য দায়ী।
এদিকে সোমালি অঞ্চলের এক মুখপাত্র আলি বেদেল জানান, শুক্রবারে ২৫ জন নিহত হওয়ার পর একই বাহিনীর আক্রমণে মঙ্গলবার অসংখ্য বেসামরিক মানুষ প্রাণ হারান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


