ইনজুরিতে স্মিথ, চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করার আশঙ্কা

ইনজুরিতে স্মিথ

কথা ছিল বিগ ব্যাশের লিগ পর্বের ম্যাচ শেষেই দুবাইয়ের পথে রওয়ানা দেবে টিম অস্ট্রেলিয়া। সেখানেই প্রস্তুতি সেরে শ্রীলঙ্কায় খেলবে দুই টেস্টের সিরিজ। তবে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে সেই সফরে যোগ করা হয়েছিল ওয়ানডে ম্যাচ। কিন্তু টিম অস্ট্রেলিয়ার এই বড় পরিকল্পনায় এসেছে ধাক্কা। দলের তারকা ব্যাটার স্টিভ স্মিথ পড়েছেন ইনজুরিতে।

ইনজুরিতে স্মিথ

কনুইয়ের পুরাতন ইনজুরি আবার ফিরেছে স্টিভ স্মিথের জন্য। ডান হাতের কনুইয়ে ২০১৯ সালে ইনজুরির জন্য অস্ত্রপচার করিয়েছিলেন এই অজি ব্যাটার। বিগ ব্যাশে সিডনি সিক্সার্স এবং সিডনি থান্ডার্সের মধ্যেকার ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে থ্রো করতে গিয়ে ইনজুরিতে পড়েন স্মিথ। শুক্রবারের সেই ইনজুরির কারণে তার দুবাই সফরও খানিকটা পিছিয়ে গিয়েছে।

যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রত্যাশা বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আলাপ শেষ করে চলতি সপ্তাহের শেষদিকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করবেন। কিন্তু স্মিথ ঠিক কতখানি সুস্থ হয়ে উঠবেন সেটা নিয়েও আছে প্রশ্ন। চলতি সিরিজে প্যাট কামিন্স না থাকায় তারই অধিনায়কত্ব করার কথা ছিল। তবে ইনজুরির কারণে যদি তিনি খেলতে নাইই পারেন, সেক্ষেত্রে ট্রাভিস হেড প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার অধিনায়ক হবেন।
এদিকে অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুনিম্যানকে নিয়েও আছে প্রশ্ন। হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন। ডান হাতের বুড়ো আঙুলে এরপর সার্জারিও হয়েছে। তবু তাকে শ্রীলঙ্কা সিরিজে দলের সঙ্গেই রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সফর প্রস্তুতির সময়েই চলবে তার রিহ্যাব প্রক্রিয়া।

অবশ্য কুনিম্যান যে হাতে বল করেন, সেই হাতে ইনজুরির সমস্যা নেই। তাই বল করতে সমস্যা হওয়ার কথা নয় এই স্পিনারের। তবে ব্যাটিং এবং ফিল্ডিং কী করে সামাল দেবেন তিনি, সেটাই অস্ট্রেলিয়ার জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে।

কেট উইন্সলেট কেন টাইটানিক সিনেমা করতে চাননি

কুনিম্যান শেষ পর্যন্ত সুস্থ না হলে আরেক বাঁহাতি স্পিনার কুপার কনোলিকে দলে যুক্ত করতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া।