ইনস্টাগ্রাম প্রোফাইল লক: জেনে নিন যেভাবে করবেন

ইনস্টাগ্রাম

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে রিলস বা শর্ট ভিডিও দেখার ক্ষেত্রে এগিয়ে ইনস্টাগ্রাম। এছাড়া নিজস্ব ছবি, ভিডিও শেয়ারের সুবিধাও রয়েছে।

ইনস্টাগ্রাম

ব্যবহারকারীদের জন্য প্লাটফর্মটি প্রতিনিয়ত বিভিন্ন ফিচার যুক্ত করছে। এর অংশ হিসেবে এবার প্রোফাইল লক করার সুবিধা চালু করেছে প্লাটফর্মটি।

ফেসবুকে ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় ছবি থেকে শুরু করে পুরো প্রোফাইলই লক করা যায়। ইনস্টাগ্রামে এতদিন এ ফিচার ছিল না। নতুন এ সু্বিধা যুক্ত হওয়ায় এখন চাইলেও যে কেউ প্রোফাইলে প্রবেশ করতে পারবে না। ফলে ছবি বা তথ্য চুরি হওয়ার সম্ভাবনাও থাকবে না। তবে এক্ষেত্রে বিজনেস প্রোফাইল লক করার সুবিধা পাওয়া যাবে না। সাধারণ প্রোফাইল হলেই কেবল লক করা যাবে।

ইনস্টাগ্রাম প্রোফাইল লক করার জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। এরপর নিচের ডান পাশে আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে। সেখানে ওপরের দিকে ডানপাশে থাকা অপশন থেকে সেটিংসে প্রবেশ করতে হবে।

মোবাইল বৈধ না অ বৈ ধ, যাচাই করবেন যেভাবে

সেটিংসে প্রবেশ করে প্রাইভেসি অপশনটিতে ক্লিক করলে সবার ওপরে প্রাইভেট অ্যাকাউন্ট একটি অপশন পাওয়া যাবে। অপশনটি চালু করে দিলেই অ্যাকাউন্ট লক হয়ে যাবে।