বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ইন্টারনেটে ক্ষতিকর ও নেতিবাচক কনটেন্ট বন্ধে নতুন ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে নতুন ব্যবস্থায় কোন নীতিমালা থাকছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। বলা হচ্ছে, অপ্রাপ্তবয়স্কদের রক্ষা করতে ব্যবহৃত হবে ওই “স্ব-নিয়ন্ত্রিত টক্সিক কনটেন্ট তালিকা”। খবর রয়টার্স।
ক্রেমলিনের ওয়েবসাইটে প্রেসিডেনশিয়াল অর্ডারের তালিকায় নতুন পদ্ধতিটি লিপিবদ্ধ ছিল। সেখানে ক্ষতিকর বিষয়বস্তুর জন্য স্ব-নিয়ন্ত্রিত রেজিস্টার হিসেবে এটিকে উল্লেখ করা হয়েছে। অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় এটির ব্যবহার হবে বলেও উল্লেখ করা হয়েছিল। আগামী ১ জুনের মধ্যে ক্রেমলিন নতুন পদ্ধতিটি পর্যালোচনা করবে বলে জানা গেছে।
নতুন পদ্ধতিতে পুতিন অনলাইনে প্রকাশিত কনটেন্ট বন্ধে আরো কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি তরুণদের বিপথগামী করতে এবং সরকারবিরোধী আন্দোলনে উসকানি দেয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে।
২০২১ সালের পুরোটা জুড়েই নানা ভাবে বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের উপর চাপ সৃষ্টি করেছে পুতিন প্রশাসন। এর মধ্যে রাশিয়ায় নিষিদ্ধ বিবেচিত কনটেন্ট রাখার দায়ে ১০ কোটি ডলারের জরিমানা গুনতে হয়েছে সার্চ জায়ান্ট গুগলকে।
কনটেন্ট ক্রিয়েটরদের সর্বোচ্চ যতো লাখ টাকা দেবে ফেসবুক বা মেটা
ডিসেম্বর মাসেই নিজস্ব মানবাধিকার কাউন্সিলের এক সদস্যের “টক্সিক কনটেন্ট” নিষিদ্ধ করার স্বপ্রণোদিত ব্যবস্থার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছিলেন পুতিন। ওই ব্যবস্থার অন্তর্ভূক্ত হলে স্থানীয় বাজারে বিদেশি প্ল্যাটফর্মগুলোর তুলনায় বাড়তি গুরুত্ব ও সুবিধা পাবে রাশিয়ার অনলাইন প্ল্যাটফর্মগুলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।