জুমবাংলা ডেস্ক : ভাতা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফরা।
রবিবার সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে এ কর্মসূচি শুরু করে বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। ঢাকায় কেন্দ্রীয়ভাবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে কর্মবিরতি ছাড়াও সেখানে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি পিয়া হালদার বলেন, তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করে কারিকুলাম অনুযায়ী আমরা বিভিন্ন জেলা হাসপাতালে কর্মরত আছি। কোর্স কারিকুলাম অনুযায়ী ৬ মাস মেয়াদি ইন্টার্নশিপ শুরু হলেও এখনও কোনো ভাতা চালু হয়নি। এই ভাতা চালুর দাবিতেই আমাদের কর্মবিরতি।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, থাকা-খাওয়া, যাতায়াত ইত্যাদি মিলিয়ে কমপক্ষে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা খরচ হয়ে যায়। পড়াশোনা শেষ করে বাসা থেকে টাকা এনে ইন্টার্নশিপ করাটাও আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।
দেশে বর্তমানে সাড়ে চার থেকে পাঁচ হাজার ইন্টার্ন নার্স ও মিডওয়াইফ রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।