আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার শাসন আমলে টানা ২১ মাস জরুরি অবস্থা জারি রাখেন। সেই সিদ্ধান্ত আজও তাড়িয়ে বেড়ায় কংগ্রেসকে। প্রসঙ্গ উঠলেই কৌশলে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন দলের নেতারা।
দেশটির সংবাদমাধ্যম জানায়, রাহুল গান্ধী নিজেই এবার ব্যতিক্রম ঘটালেন। জানিয়ে দিলেন, জরুরি অবস্থা ঘোষণা করা তার দাদির ভুল সিদ্ধান্ত ছিল।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির অধ্যাপক ও অর্থনীতিবিদ কৌশিক বসুর সঙ্গে খোলামেলা আলোচনায় বসেন তিনি। সেখানেই জরুরি অবস্থা থেকে শুরু করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অকপট ছিলেন রাহুল। ছিল জরুরি অবস্থার প্রসঙ্গও।
এ বিষয়ে রাহুল বলেন, “আমার মনে হয় ওটা ভুল সিদ্ধান্ত ছিল। এ নিয়ে কোনো সন্দেহ নেই। দাদিমা নিজেও তা মেনেছিলেন। কিন্তু কংগ্রেস কখনো দেশের সাংবিধানিক পরিকাঠামোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেনি। সত্যি কথা বলতে কী, কংগ্রেসের সেই ক্ষমতাও নেই। আমাদের দলীয় পরিকাঠামোই তাতে অনুমোদন দেয় না।’’