ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে গত সপ্তাহে সংঘটিত একাধিক ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে গত সপ্তাহে হওয়া একাধিক ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। এখনও অনেক মানুষ নিখোঁজ থাকায় উদ্ধারকাজ চলছে সর্বোচ্চ সতর্কতায়। বার্তা সংস্থা এএফপি বানজারনেগারা থেকে এ তথ্য জানিয়েছে।
দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, গত শনিবার জাভা প্রদেশের বানজারনেগারা জেলায় টানা ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে। এতে ৪৮টি বাড়ি ধ্বংস হয়ে যায়, বহু মানুষ চাপা পড়ে যায় এবং অনেকে নিখোঁজ হয়ে যান।
বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি বৃহস্পতিবার রাতে জানান, সেনাবাহিনী, পুলিশ, অনুসন্ধান ও উদ্ধার ইউনিট এবং স্বেচ্ছাসেবকসহ ৭০০-এর বেশি সদস্যকে এলাকায় মোতায়েন করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে ট্র্যাকিং কুকুরও ব্যবহার করা হচ্ছে।
তিনি আরও জানান, যৌথ উদ্ধার দল এ পর্যন্ত ভূমিধসের মাটিচাপা থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করেছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে, এবং ১৮ জন এখনো নিখোঁজ রয়েছে।
প্রবল বৃষ্টি, দুর্গম এলাকা এবং মাটির অস্থিতিশীলতা উদ্ধারকাজকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
মুহারি বলেন, প্রায় ১ হাজার মানুষ ওই জেলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, বৃষ্টি, জলাবদ্ধতা এবং প্রবাহমান ঝরনার কারণে পরবর্তী ভূমিধসের সম্ভাবনা রয়েছে, যা উদ্ধার কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে।
গত সপ্তাহে মধ্য জাভার সিলাকাপ জেলায়ও ভয়াবহ ভূমিধস আঘাত হানে।
বিএনপিবি বুধবার জানিয়েছে, সিলাকাপে ২০ জনের প্রাণহানি হয়েছে এবং তিনজন এখনও নিখোঁজ রয়েছে। বানজারনেগারা থেকে প্রায় ৭৪ কিলোমিটার (৪৬ মাইল) দূরে অবস্থিত এ জেলার বিষয়ে কর্মকর্তারা এখনও হালনাগাদ তথ্য দেননি।
প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বর্ষায় দেশটিতে ভূমিধস, আকস্মিক বন্যা এবং পানিবাহিত রোগ দেখা দেয়। জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহে বিভিন্ন অঞ্চলে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



