নাজিম হোসেন,ইবি প্রতিনিধি:’রি থিংকিং ট্যুরিজম’ অর্থাৎ ‘পর্যটনে নতুন ভাবনা’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ বিশ্ব পর্যটন দিবস পালন করেছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এসে শেষ হয়।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন, ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, উক্ত বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন, বিভাগের সহকারী অধ্যাপক জেসমিন আক্তার প্রমুখ। এছাড়াও বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী র্যালিতে অংশগ্রহন করে।
পর্যটন দিবস সম্পর্কে সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ সহ বিশ্বের বহু উন্নত দেশ পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। কারণ পর্যটন শিল্প দেশের অর্থনৈতিক অবকাঠামোর উন্নতির জন্য খুবই সম্ভাবনাময় ও গুরুত্বপূর্ণ একটি শিল্প। আমাদের দেশের অর্থনীতিতে প্রায় ৫০% মুনাফা সেবা শিল্প থেকে আসে। যেটা সরাসরি পর্যটন শিল্পের সাথে জড়িত।
এছাড়াও তিনি দিবসটির উদ্দেশ্য সম্পর্কে বলেন, মহামারী করোনার কারণে বিশ্ব পর্যটন শিল্প স্থবির হয়ে পড়েছিলো। যেটা আমাদের মত পর্যটন নির্ভর দেশের অর্থনীতিতে প্রভাব ফেলেছে। কিন্তু এখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, তাই পর্যটন শিল্প নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। করোনার প্রভাবে আমাদের পর্যটন শিল্পের যে ক্ষতি হয়েছে, সেটা থেকে উত্তরনের জন্য আমাদের নতুন করে ভাবতে হবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে ।
প্রসঙ্গত, ১৯৮০ সাল থেকে জাতিসংঘের অধীনস্থ ‘বিশ্ব পর্যটন সংস্থা’র প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২৭ সেপ্টেম্বর সকল সদস্য দেশে বিশ্ব পর্যটন দিবস পালন করে আসছে। দিবসটির প্রধান উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটন কেন্দ্রের সাথে সেতুবন্ধন গড়ে তোলা। এছাড়াও, পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এ দিবসের অন্যতম লক্ষ্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।