নাজিম হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক শেখ রাসেল হলের দুপুরের খাবারের সাথে সিগারেট ফিল্টার পাওয়ার অভিযোগ করেছে হল ছাত্রলীগ কর্মীরা।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ১.৩০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে এ ঘটনাটি ঘটে। এসময় ছাত্রলীগ কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ঘটনাটি ডাইনিংয়ের লোকজনকে জানালে এটা কোনভাবেই সম্ভব না, তবে অনাকাঙ্ক্ষিত ভুল হতেই পারে বলে জানান।
জানা যায়, দীর্ঘদিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের খাবারের মান নিয়ে বিভিন্ন সময় নানা সমস্যায় শিক্ষার্থীদের অসন্তোষ প্রকাশ করলেও স্থায়ী কোন সমাধান হচ্ছেনা। এ বিষয় নিয়ে ধারাবাহিক অভিযোগ করলেও বিশ্ববিদ্যালয়ে প্রভোস্ট কাউন্সিল ও হল প্রভোস্ট অভিযান চালালেও বিষয়টি সমাধান করতে ব্যর্থ আবাসিক হলগুলো। এ ধারাবাহিকতায় আবারো বৃহস্পতিবার শেখ রাসেল হলে এই অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা।
এ বিষয়ে অভিযোগকারী শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী তৌহিদুর রহমান বলেন, দুপুরের খাবার খাওয়ার সময় তরকারির সাথে সিগারেটের ফিল্টার দেখতে পেয়েছি। খাবারে সিগারেটের ফিল্টার পাওয়ার পর ম্যানেজারকে বললে ম্যানেজার তৎক্ষণাৎ সিগারেটের ফিল্টারটি বাহিরে ফেলে দিয়েছে।
তিনি আরো বলেন, বিষয়টি এবারই প্রথমবার না ইতোপূর্বে কয়েকবার হয়েছে। অস্বাস্থ্যকর খাবারে ও নানা সমস্যায় অতিষ্ঠ আবাসিক হলের শিক্ষার্থীরা। বিষয়টির যদি সুষ্ঠু তদন্ত ও দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে জানান তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের চলমান মাসের ডাইনিংয়ের ম্যানেজার মাসুদ বলেন, ইতোপূর্বে খাবারের মাঝে কিছুই পাওয়া যায়নি। কিন্তু আজকের বিষয়টি কি হয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছেনা। এমন ভুল হওয়ার কথাই না তবে অনাকাঙ্ক্ষিতভাবে হতে পারে। আমি জিনিসটি দেখে ফেলে দিয়েছি পরে তাদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করেছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ শর্মার সাথে যোগাযোগ করা চেষ্টা করা হলে তাকে আবাসিক হলে পাওয়া যায়নি।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ঢাবিসহ বাংলাদেশের ৫ বিশ্ববিদ্যালয়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।