জুমবাংলা ডেস্ক: ছাত্রলীগের একটি অংশের তীব্র আন্দোলনের মুখে যোগদানের দ্বিতীয় দিনেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। খবর ইউএনবি’র।
পরে রবিবার রাতেই ছাত্র উপদেষ্টার দায়িত্বে থাকা আইসিই বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মনকে সাময়িকভাবে প্রক্টর হিসেবে নিয়োগ দেন উপাচার্য হারুন-উর-রশিদ আসকারী।
উপাচার্য বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সাময়িকভাবে অধ্যাপক পরেশকে প্রক্টরের দায়িত্ব দেয়া হল। ভবিষ্যতে আমরা অনুসন্ধান করে স্থায়ী প্রক্টর নিয়োগ দেব।’
প্রসঙ্গত, ২০১৪ সালে ছাত্রলীগের মিছিলে গুলি করাসহ প্রক্টর মাহবুববের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা দিনব্যাপী আন্দোলন করে আসছিলেন। তারা প্রশাসন ভবন ঘেরাও ছাড়াও প্রধান ফটক অবরোধ করে রাখে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।