Advertisement
জুমবাংলা ডেস্ক : সিটি নির্বাচনে ভোট দিতে শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে ভিকারুননিসা নূন স্কুলে আসেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। স্কুলটির তৃতীয় তলায় তিনি ভোট দেন।
ভোট দেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি ইভিএম নিয়ে ফের অভিযোগ তুলেন। ড. কামাল হোসেন বলেন, ‘ইভিএমে ত্রুটি আছে। আমার ভোট দিতেই ২০ মিনিটের বেশি সময় লেগেছে। ফিঙ্গার মিলছিলো না। বার বার সমস্যা হয়েছে।’
এছাড়া সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র থেকে অনিয়মের খবর তিনি পেয়েছেন বলেও জানান ঐক্যফ্রন্টের এই আহ্বায়ক।
এসময় উপস্থিত ছিলেন গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, অ্যাডভোকেট সেলিম আকবর ও জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।