বিনোদন ডেস্ক : ওয়েব চলচ্চিত্র ‘কাগজের বউ’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর চিত্রনায়ক মামনুন হাসান ইমনের বিপরীতে ‘মাফিয়া’ সিনেমায় শুটিংয়ে যোগ দিচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
সিনেমার পরিচালক শাহীন সুমন জানান, সোনারগাঁয়ে রোববার থেকে তাদের শুটিংয়ের কথা থাকলেও তা পিছিয়ে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। একদিন শুটিং করলেই কাজ শেষ হবে। এর আগে সোমবার থেকে এফডিসিতে ‘বুবুজান’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন মাহি।
ইতোমধ্যে ‘কাগজের বউ’ সিনেমা থেকে মাহি সরে দাঁড়ানোর পর সিনেমার প্রয়োজনে আবারো একসঙ্গেই ক্যামেরার সামনে আসতে হচ্ছে তাদের।
মাহি-ইমন ছাড়াও ‘মাফিয়া’ সিনেমায় অভিনয় করেছেন- জাহিদ হাসান, মিশা সওদাগর, আঁচল আঁখি, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খানসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।