Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ইমরান খানের জীবিত থাকার প্রমাণ চাইছে পরিবার
আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক স্লাইডার

ইমরান খানের জীবিত থাকার প্রমাণ চাইছে পরিবার

আন্তর্জাতিক ডেস্কArif ArifArmanNovember 29, 20253 Mins Read
Advertisement

জীবিত থাকার প্রমাণপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের ‘মৃত্যুর’ গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশটির রাজনৈতিক অঙ্গন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তবে পাকিস্তান সরকার এ খবরকে সম্পূর্ণ ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে।

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ইমরান খানকে নিয়ে ছড়িয়ে পড়া ‘মৃত্যুর’ তথ্যকে ভিত্তিহীন বলে জানিয়েছে পাকিস্তান সরকার। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খান জীবিত আছেন এবং তাঁর শারীরিক অবস্থাও স্থিতিশীল।

তবে অন্যদিকে, ইমরান খানের পরিবারের অভিযোগ—দীর্ঘদিন ধরে তাদের কাউকে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না। এ কারণে গুজব আরও জোরালো হয়েছে। তাঁদের দাবি, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বা যোগাযোগের সুযোগ বন্ধ রেখে কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে অস্বচ্ছ করে রেখেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, ইমরান খানের ছেলে কাশিম খান এক্সে পোস্ট করে অভিযোগ করেন, তাঁর বাবাকে কয়েক সপ্তাহ ধরে সম্পূর্ণ একা রাখা হয়েছে এবং কোনো আত্মীয় বা আইনজীবীকে তাঁর কাছে যেতে দেওয়া হচ্ছে না।
কাশিম লিখেছেন, তাঁর বাবা ৮৪৫ দিন ধরে আটক আছেন এবং গত ছয় সপ্তাহ ধরে তাকে একটি ‘ডেথ সেল’-এ একা রাখা হয়েছে। আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বোনদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি। টানা নিষেধাজ্ঞার কারণে ইমরান খানের শারীরিক অবস্থার কোনো তথ্য তাঁরা পাননি বলেও পরিবার জানায়।

কাশিম আরও অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি গোপন করার জন্যই এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বিদেশি সরকার ও মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে তাঁর বাবার জীবিত থাকার প্রমাণ, আদালতের নির্দেশ অনুযায়ী সাক্ষাতের অনুমতি এবং ‘অমানবিক’ বিচ্ছিন্নতা বন্ধের দাবি জানান।

ইমরান খানের বোন আলিমা খানমও জানান, মাসের পর মাস ধরে পরিবারের সদস্যরা আদিয়ালা জেলের বাইরে গিয়ে অপেক্ষা করলেও বহুবার সাক্ষাতের অনুমতি পাননি। আরেক বোন নুরীন নিয়াজির অভিযোগ, চার সপ্তাহ ধরে তাদের কোনো সদস্যকেই দেখা করতে দেওয়া হয়নি। এমনকি নির্ধারিত সময় অনুযায়ী পিটিআই নেতারাও সাক্ষাৎ করতে গিয়ে ফেরত এসেছেন।

পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা জুলফি বুখারি জানান, দলটি ইমরান খানের মৃত্যুর গুজবকে বিশ্বাস করছে না। তবে এক মাসেরও বেশি সময় ধরে কোনো সাক্ষাৎ না হওয়ায় অনলাইনে ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। তাঁর ভাষায়, ইমরান খানের সঙ্গে একবার সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হলেই এসব জল্পনা থেমে যাবে।

বুখারি আরও অভিযোগ করেন, এমন এক সময়ে যখন সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত সংশোধনী পার্লামেন্টে পাস হচ্ছে, তখন ইমরান খানকে কঠোর নজরদারিতে রেখে কথাবলার সুযোগ বন্ধ রাখা হয়েছে।

আদিয়ালা জেল কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, ৭৩ বছর বয়সী ইমরান খান কারাগারেই আছেন এবং সুস্থ আছেন। কারা প্রশাসনের বিবৃতিতে বলা হয়, পিটিআই নেতাদের তাঁর স্বাস্থ্য সম্পর্কে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় সব চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাঁকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার দাবি সম্পূর্ণ অসত্য বলে উল্লেখ করেছে কারাগার।

এমনকি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ খানও গুজব উড়িয়ে দিয়ে বলেন, ইমরান খানের শারীরিক অবস্থা ভালো এবং চিকিৎসকরা নিয়মিত তাঁর পরীক্ষা–নিরীক্ষা করছেন। খাবার, ওষুধ, ব্যায়ামসহ সব ক্ষেত্রেই তাঁর যত্ন নেওয়া হচ্ছে।

২০১৮ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন। এরপর বিভিন্ন মামলায় দণ্ডিত হয়ে ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাবন্দি। পিটিআই বলছে, এসব মামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

তাঁকে ঘিরে বর্তমানে যে গুজব ছড়িয়েছে, তা পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়েছে। পরিবার সাক্ষাতের অনুমতি না পাওয়ায় উদ্বেগ বাড়ছে; আর সরকার দাবি করছে, সাবেক প্রধানমন্ত্রী সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।

এই দুই বিপরীত অবস্থানের কারণে অনলাইনে আরও বিভ্রান্তি তৈরি হয়েছে, যা থামাতে সরকার ও জেল প্রশাসনের পাশাপাশি পরিবারেরও স্বচ্ছ তথ্যপ্রাপ্তি জরুরি হয়ে উঠেছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক ইমরান খানের চাইছে জীবিত থাকার পরিবার প্রমাণ স্লাইডার
Related Posts
শরিফ ওসমান বিন হাদি

বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল, শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত

December 19, 2025
Shahbag

স্লোগানে উত্তাল শাহবাগ, বাড়ছে উপস্থিতি

December 19, 2025
Upodastha

দুই সম্পাদককে প্রধান উপদেষ্টার ফোন, পাশে থাকার ঘোষণা

December 19, 2025
Latest News
শরিফ ওসমান বিন হাদি

বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল, শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত

Shahbag

স্লোগানে উত্তাল শাহবাগ, বাড়ছে উপস্থিতি

Upodastha

দুই সম্পাদককে প্রধান উপদেষ্টার ফোন, পাশে থাকার ঘোষণা

Hadi

সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদির জানাজা, হাইকমিশনের দুঃখ প্রকাশ

হাদি

বাবার পাশে শায়িত হওয়ার ইচ্ছা জানিয়েছিলেন হাদি

সর্বোচ্চ ধৈর্যের পরিচয়

সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

সংযম

আমাদের পথ ধ্বংসের নয়, পুনর্গঠনের, সবাই শান্ত থাকুন: হাসনাত

পরীক্ষা স্থগিত

ইউজিসির নিয়োগ পরীক্ষা স্থগিত

সামনে হাজির করতে হবে

‘খুনিকে জাহান্নাম থেকে এনে হলেও আমাদের সামনে হাজির করতে হবে’

বন্ধ কার্যক্রম

হামলায় বন্ধ কার্যক্রম, প্রকাশ হয়নি প্রথম আলো ও ডেইলি স্টার

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.