মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সদর উপজেলার দিঘি ইউনিয়নের রমনপুর মাঠে ইমরান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৩টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন মোঃ লুৎফর রহমান মতিয়ার। রমনপুর বিদ্যুত সংঘ এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন।
ডাউটিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন দিঘি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন,জেলা যুবলীগের সদস্য মতিউর রহমান মতি, ইউনিয়ন আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক বজলুর রহমান, পাথরাইল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মুন্নু শেখ প্রমুখ।
টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার মোট আটটি দল অংশ গ্রহণ করবে। আজ রবিবার টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে প্রগতি সংঘ মুলজান বনাম চামটা তরুণ সংঘ খেলে। প্রগতি সংঘ মুলজানকে ৩-২ গোলে পরাজিত করে চামটা তরুণ সংঘ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।