আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র বন্ধ করতে ইরান সরকারকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া তার ওপর কোনো হামলাকে যুক্তরাষ্ট্র যুদ্ধকর্ম হিসেবে গণ্য করবে বলে জানানো হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিয়মিতভাবে এই হুমকির বিষয়ে অবহিত হয়ে তার দলকে আমেরিকানদের বিরুদ্ধে ইরানের ষড়যন্ত্র মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন। বাইডেনের নির্দেশে শীর্ষ মার্কিন কর্মকর্তারা ইরান সরকারের উচ্চ পর্যায়ের কাছে বার্তা পাঠিয়েছেন। তেহরানকে সাবধান করে দিয়ে বলেছেন যে ট্রাম্প ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
ওই কর্মকর্তা বলেছেন, ইরানিদের জানিয়ে দেয়া হয়েছে যে ট্রাম্পের জীবনের ওপর কোনো হামলার চেষ্টা চালালে, যুক্তরাষ্ট্র এটিকে যুদ্ধকর্ম হিসেবে দেখবে।
তবে যুক্তরাষ্ট্রের বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে ইরান। তেহরানের পাল্টা অভিযোগ, যুক্তরাষ্ট্র দশকের পর দশক তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আসছে। ১৯৫৩ সালের একটি অভ্যুত্থান থেকে শুরু করে ২০২০ সালে তাদের সামরিক কমান্ডারকে ড্রোন হামলায় হত্যার বিষয়কে এর উদাহরণ হিসেবে সামনে এনেছে দেশটি।
২০২০ সালের জানুয়ারিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরানের তৎকালীন শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। এখন ট্রাম্প রিপাবলিকান পার্টি মনোনীত একজন প্রেসিডেন্ট প্রার্থী। ৫ নভেম্বরের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।