
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে রকেট হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কোনও মার্কিন নাগরিক নিহত হলে তেহরানের বিরুদ্ধে সামরিক জবাব দেওয়া হবে। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।
গত রবিবার বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসে আছড়ে পরে একাধিক রকেট। ইরাকের সেনাবাহিনী জানিয়েছে, এই হামলা নতুন করে অশান্তির আশঙ্কা ছড়াচ্ছে। ইরাকি বাহিনীর বিবৃতিতে বলা হয়, বেআইনি একটি গোষ্ঠী গিন জোনে আটটি রকেট হামলা চালায়। এতে ইরাকের এক নিরাপত্তা কর্মকর্তা আহত হওয়া ছাড়াও গাড়ি এবং আবাসিক এলাকা ক্ষতিগ্রস্থ হয়।
টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘বাগদাদে আমাদের দূতাবাস বেশ কয়েকটি রকেট হামলার শিকার হয়েছে। অনুমান করুন সেগুলো কোন জায়গা থেকে এসেছে: ইরান।’ তিনি বলেন, এখন শুনতে পাচ্ছি ইরাকে মার্কিন নাগিরিকদের ওপর আরও হামলা চালানো হবে।… ইরানের জন্য বন্ধুত্বপূর্ণ কিছু সুপরামর্শ হলো: যদি কোনও মার্কিন নাগরিক মারা যায়, তাহলে আমি ইরানকে দায়ী করবো। ভালো করে চিন্তা করে দেখুক।’
ট্রাম্পের জবাবে পাল্টা টুইট বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ‘বিদেশে নিজেদের নাগরিকদের ঝুঁকিতে রেখে নিজ দেশের বিপর্যয় থেকে মনোযোগ ঘোরাবেন না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।