
আন্তর্জাতিক ডেস্ক: চীন বলেছে, আমেরিকাকে দ্রুত ও নিঃশর্তভাবে ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে হবে এবং তেহরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। গতকাল (বুধবার) রাজধানী বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। খবর পার্সটুডে’র।
তিনি বলেন, “আমেরিকার উচিত ঐতিহাসিক এ সমঝোতায় ফিরে আসা এবং তার দায়িত্বগুলো পালন করা। আশা করি আমেরিকার নতুন প্রশাসন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসবে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিঃশর্তভাবে তারা এ বিষয়ে সহযোগিতা শুরু করবে। আমেরিকাকে পরমাণু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সুস্পষ্ট ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে এবং রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে পরমাণু সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করতে হবে। পাশাপাশি তাদেরকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে।”
আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ঝাও লিজিয়ান। সুলিভান বলেছেন, আমেরিকার নতুন প্রশাসন পরমাণু সমঝোতায় ফিরে ইরানকেও তা মেনে চলার জন্য পদক্ষেপ নেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।