আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, বিদেশি শত্রু এবং বিচ্ছিন্নতাবাদের মোকাবেলায় আজারবাইজান সব সময় দুর্গের ভূমিকা পালন করেছে। খবর পার্সটুডে’র।
তিনি আজ (বুধবার) ইরানের পূর্ব আজারবাইজানের তাবরিজ শহরের ঐতিহাসিক গণজাগরণ দিবস উপলক্ষে সেখানকার জনগণের সঙ্গে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন।
তিনি আরও বলেছেন, পূর্ব আজারবাইজান সব সময় বিদেশি শত্রুদের হামলার মোকাবেলায় দৃঢ় ও শক্তিশালী দুর্গের কাজ করেছে, সেটা আগ্রাসী প্রতিবেশীর হামলা মোকাবেলার ক্ষেত্রেই বলুন, আর জারদের শাসনামলের রাশিয়া, সাবেক ওসমানীয় সাম্রাজ্য ও সোভিয়েত ইউনিয়নের সময়ের কথাই বলুন, সব সময় আমাদেরকে হামলা মোকাবেলা করতে হয়েছে।
আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেন, যদি আজারবাইজান না থাকতো, তাবরিজ না থাকতো, প্রতিরোধ ও দৃঢ়তা না থাকতো এবং সেখানকার মানুষ আত্মত্যাগ না করতো তাহলে হয়তো হামলাকারীরা দেশের মধ্যাঞ্চলে পৌঁছে যেত। কিন্তু আজারবাইজান সব সময় দৃঢ়তার সঙ্গে এসব হামলা ঠেকিয়ে দিয়েছে।
তিনি আজারবাইজান অঞ্চলের দু’টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা তুলে ধরে বলেন, আজারবাইজান ও তাবরিজের দু’টি স্থায়ী বৈশিষ্ট্য রয়েছে। এর একটি হলো-ইসলাম ধর্মের প্রতি প্রবল টান ও আকর্ষণ। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে- ইরানের জন্য সব সময় সাহসিকতা ও ত্যাগের মহিমার নজির সৃষ্টি। বারবারই তাদের এই বৈশিষ্ট্য ফুটে উঠেছে। তারা বিচ্ছিন্নতাবাদী শত্রুদের ষড়যন্ত্রের মোকাবেলায় সব সময় ঐক্য ধরে রেখেছে।
এ সময় তিনি পবিত্র রজব মাসের শুভেচ্ছা জানিয়ে সবাইকে এই বরকতময় মাস থেকে লাভবান হওয়ার আহ্বান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।