বিনোদন ডেস্ক : হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মত চেহারার আদল বানাতে গিয়ে ‘জোম্বি’ খেতাব পাওয়া ইরানের সেই ইন্সটাগ্রাম তারকা সাহার তাবারকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইরানের একটি আদালতে এই রায় দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সাহার তাবারকের আইনজীবী সাইদ দেহঘান।
সাইদ দেহঘান জানান, তিনি সাহার তাবারের ১০ বছরের কারাদণ্ডের রায় শুনেছে তবে আনুষ্ঠানিকভাবে তাকে এখনো কিছু জানানো হয়নি। হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মত চেহারার আদল বানাতে গিয়ে ‘জোম্বি’ খেতাব পাওয়া ইরানের সেই ইন্সটাগ্রাম তারকা সাহার তাবার ধর্ম অবমাননার অভিযোগে ২০১৯ সালে গ্রেপ্তার হন। ২০১৭ সালের ডিসেম্বরে ইন্সটাগ্রামে সাহারের ছবি নিয়ে হঠাৎ করেই হইচই পড়ে যায়।
চেহারায় এবং শারীরিক গড়ন জোলির মত হতে গিয়ে সাহার নিজের চেহারার যে অবস্থা করেছেন তা যে কাউকেই ভয় পাইয়ে দেওয়ার মতো।
গুঞ্জন ছিল, জোলির মত হতে তিনি ৫০ বার প্লাস্টিক সার্জারি করিয়েছেন। অনেকেই তাকে ‘জোম্বি’ আখ্যা দেন। এভাবে অ্যাঞ্জেলিনা জোলির ‘জোম্বি’ সংস্কারণ হয়ে ওঠেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।