Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৬২ জনের মৃত্যু হয়েছে যা ফেব্রুয়ারি মাসে প্রকোপ শুরু হওয়ার পর থেকে একদিনের হিসেবে সর্বোচ্চ। খবর বিবিসি’র।
এপ্রিল মাস থেকে ধীরে ধীরে লকডাউন শিথিল করতে শুরু করে তেহরান। কিছু দোকান-পাট ও মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়।
কিন্তু গত কয়েক সপ্তাহে সংক্রমণের হার দ্রুত বেড়ে গেলে সেখানে মহামারির সেকেন্ড ওয়েভ আসছে বলে আশঙ্কা তৈরি হয়।
কর্তৃপক্ষ বলছে, আগের তুলনায় টেস্টের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে সংক্রমণও বেশি ধরা পড়ছে।ইরানে ২ লাখ ২৫ হাজার মানুষ আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। মারা গেছে ১০,৬৭০ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।