
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের যাত্রীবাহী বিমান বহরে আটটি নতুন উড়োজাহাজ যুক্ত হয়েছে। জাতীয় উড়োজাহাজ সংস্থা তুরাজ দেহকানি জাঙ্গানে জানিয়েছেন, এসব উড়োজাহাজ ২০০৪ ও ২০০৫ সালে নির্মাণ করা হয়েছে। খবর পার্সটুডে’র।
তিনি আরও বলেন,খুব শিগগিরই আরও ১৬টি উড়োজাহাজ ইরানে এসে পৌঁছাবে।
দেহকানি জাঙ্গানে বলেন,উড়োজাহাজ নির্মাণ কোম্পানি বোয়িং’র সঙ্গে ইরানের যে চুক্তি রয়েছে তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে ওই কোম্পানির সঙ্গে আলোচনা চলছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে উড়োজাহাজ ক্রয় চুক্তিগুলো হুমকির মুখে পড়েছে। ২০১৮ সালে একতরফাভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার নয়া সরকার পরমাণু সমঝোতায় ফিরে আসার আগ্রহ দেখাচ্ছে, তবে শেষ পর্যন্ত সত্যিই তাতে ফিরবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।