আন্তর্জাতিক ডেস্ক : খরাপীড়িত ইরানে পানির অভাবে বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার মৃত ব্যক্তিকে ‘সুযোগ সন্ধানী এবং দাঙ্গাকারী’ বলে আখ্যা দিয়েছে।
আরব নিউজ জানিয়েছে, গত মার্চ থেকে খরায় পুড়ে খাক হয়েছে ইরানের প্রধান তেল উৎপাদনকারী দক্ষিণপশ্চিমাঞ্চল খুজিস্তান প্রদেশ। দীর্ঘদিনের ধরে ভুগছেন সেখানকার কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ। এ কারণে দেখা দিয়েছে তীব্র পানিসংকট।
পানির জন্য হাহাকার রূপ নেয় তীব্র বিক্ষোভে। এই প্রদেশের শাদেগানের বিক্ষোভে পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন বিক্ষোভকারী ওই তরুণ। এ সময় আরও কয়েক বিক্ষোভকারীকে গ্রেফতারও করেছে পুলিশ।
বিগত পুরো দশকেই কমবেশি এই প্রাকৃতিক দুর্যোগটিতে ভুগছে ইরান। দেশটির রাষ্ট্রপতি হাসান রুহানি বলেন, ‘অঞ্চলটিতে আগের তুলনায় গড় বৃষ্টিপাত কমেছে ৫২ শতাংশ। এই অভূতপূর্ব দুর্যোগটি আমাদের ভোগাচ্ছে।’
#Iran–#Khuzestan Protest for water✊✌️#قیام_تشنگان #ایران#خوزستان_تنها_نیست #FreeIran2021 pic.twitter.com/im3Ii1Gnsn
— Narges Ghaffari (@Radioirava) July 16, 2021
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।