ইরানে এবার ফুটবলারকে মৃত্যুদণ্ডের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে ‘নারী অধিকার ও মৌলিক স্বাধীনতা প্রচারণা’র জন্য মৃত্যুদণ্ড সাজা পাচ্ছেন দেশটির পেশাদার ফুটবলার আমির নাসর-আজাদানি (২৬)। টেলিগ্রাফ ও আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আমির নাসর-আজাদানির বিরুদ্ধে গত ১৭ নভেম্বর দেশটির কর্নেল ইসমাইল চেরাগি এবং ২ নিরাপত্তারক্ষীকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

ইরানের সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়েছে, ২০ নভেম্বর সরকারি টেলিভিশন চ্যানেলে হাজির করানো হয় আমিরকে। সেখানে তাকে অপরাধ স্বীকার করতে বলা হয়। এর পরেই তার সাজা ঘোষণা করা হয়েছে। তবে ঠিক কবে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে তা বলা হয়নি।

এমন খবরে স্তব্ধ হয়েছে ফুটবল খেলোয়াড়দের ইউনিয়ন ফিফপ্রো। সংস্থাটি এক বিবৃতিতে অবিলম্বে আজাদানির শাস্তি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে।

সংস্থাটি এক টুইট বার্তায় লিখেছে, আমরা আমিরের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং অবিলম্বে তার শাস্তি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। পেশাদার ফুটবল খেলোয়াড়দের অধিকার রক্ষার জন্য কাজ করে ফিফপ্রো।

চলতি বছরের গত ১৩ সেপ্টেম্বর ঠিকমতো হিজাব না পরার অভিযোগে ইরানের নীতি পুলিশের হাতে গ্রেফতার হন মাসা আমিনি (২২)। এর তিন দিন পর পুলিশি হেফাজতে আমিনির মৃত্যু হয়। পরিবার ও বহু ইরানির অভিযোগ, পুলিশি প্রহারে মৃত্যু হয় আমিনির। তবে দেশটির সরকার ও পুলিশ এই দাবি প্রত্যাখ্যান করে। এর জেরে ইরানজুড়ে তুমুল বিক্ষোভ শুরু হয়। প্রায় তিন মাস ধরে চলছে এই বিক্ষোভ।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, এই বিক্ষোভে সম্পৃক্ততা থাকার অভিযোগে এর আগে ইরানের জাতীয় দলের সাবেক দুই ফুটবলারকে গ্রেফতার করা হয়। তবে গত মাসে জামিনে তারা ছাড়া পেয়েছেন। কাতার বিশ্বকাপ শুরুর আগে তাদের ছেড়ে দেওয়া হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে বিবিসির জানিয়েছে, চলমান বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ইরান সরকার ইতোমধ্যে প্রকাশ্যে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

যেদিন রাতে প্রতি ঘণ্টায় পড়বে ১২০ উল্কাপিণ্ড, দেখবেন কি?