Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে গত চব্বিশ ঘণ্টায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৪ জনে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আজ বোরবার পর্যন্ত করোনাভাইরাসে ৬৫৬৬ জন আক্রান্ত হয়েছেন। তবে আশার কথা হল এর মধ্যে ২১৩৪ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কিয়ানুশ জাহানপোর জানান, নতুন করে ৭৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া গত চবিশ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪৯ জনের মৃত্যু হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।